নিজের অজান্তে তোমাকে ভালবাসতে শুরু করেছি
কিন্তু বুঝতে দিতে চাইনি।তবে জানতাম তুমিও এটা জানো।
ভালবাসার দাবীতে তোমাকে কোন গন্ডির মধ্যে আবদ্ধ রাখিনি।আমার মন ও তোমার জীবনের আঙ্গিনায় ছিল তোমার অবাধ বিচরণ।কেন যেন জীবনে জড়াতে চাইনি,
অনেকবার তোমাকে বলেছি।আমার সব চেয়ে ভাল লাগতো এটা ভেবে যে,তুমি এ ধরণী তে একমাত্র ব্যক্তি যে আমাকে বুঝে।যেহেতু,সম্পর্কের বন্ধন আছে পরিচয় নেই তাহলে,আলাদা একটা সামাজিক জীবন তৈরি হবেই। কিন্তু ঝাকিটা সহ্য করতে পারলাম না,তোমাকে ছাড়া আমার মুহূর্ত গুলো অসাড় হয়ে আসতে লাগলো।তোমাকে ফেরাতে চেষ্টা করলাম পারলাম না।তোমার আচরণ আর কথা গুলো মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল।কিন্তু মজার ব্যাপার হলো তুমি নানা অজুহাত আর ভুল স্বীকার করে বুঝালে এ বন্ধন ছিন্ন হবার নয়।সময়ের স্রোতে তুমি ক্রমেই অচেনা হয়ে যেতে লাগলে।তোমাকে হারানোর কষ্ট স্বার্থক হলো যখন জানতে পারলাম আমার বিশ্বাস মিথ্যে ছিল।তুমি আমাকে কোনদিনই বুঝতে পার নি।এক জীবনের বিশ্বাস মিথ্যে হওয়ার আনন্দে আর নতুন করে কিছু বিশ্বাস
করতে চাইনা।ভাবনার ঘুড়ি টা আজ মুক্ত করে দিলাম। ভাল থেকো তুমি,অনেক ভাল.............
বি.দ্রঃলেখাটি একটি কবিতার পটভূমিতে লেখা।