এ
মনে
শ্রাবণ
অনুক্ষণ,
হলো তো ঢের
তবে কি ফেনিল
ঢেউ এ তটে ফের
ভাঙনে হবে বিলীন।
মানসলোক জেঁকে
আঁকা যার ছবি
মিছে কি সবি,
ক্ষণে ক্ষণে
এ মনে
জাগে
সে
ভুল
কি করে
যে হবার,
জানি সবার
ললাটে সুখের
হয়না বিচরণ
তবু বুঝেনা এ মন।
কত কি অজুহাতে
ঘাত প্রতিঘাতে
যতোটা ক্ষতি
জীবনের
মনের
বুঝে
কে?