সু সময়  আসবেই
জীবন  অবিরত,
মুছে  শত  ক্ষত
সুখের স্রোতে
ভাসবেই,
আশায়
বুকে
যে
ধীর
কাঁপন,
শিহরণ,
জাগে এ বুকে
ভেবে পাই ভয়
যদিবা ফের হয়,
সুখ নিয়ে প্রহসন।

বি.দ্রঃ ইমতি ভাই উদ্ভাবিত আরোহী এবং অবরোহী ধারার সংযোগ ঘটিয়েছি এই কবিতায়।