সাগরকন্যা তুমি মিশেছ দিগন্তে
কিন্তু কখনো মেশোনি আকাশের সাথে ,
      তোমার তোলপাড় করা রূপ
    আমাকে মুগ্ধ করেছে বারবার ।
অগভীর থেকে গভীরে তোমার গতি ,
      অতলস্পর্শী তোমার মন।
তোমার নীল জলে কতো স্মৃতি ভেসে যায় -
     কাউকে কি কখনো পরে না মনে ?
যখন নীল আকাশের ছায়া পড়ে তোমার 'পরে ,
     সব গ্লানি ধুয়ে মুছে যায় ।
রূপকথার রাজকন্যার নীলাম্বরীর আঁচল
স্বপ্ন ছড়িয়ে যায় স্ব-মহিমায় ।
   কতো কথা ছড়িয়ে যায় তোমাতে -
     দুঃখ-দৈন্য-ব্যথা-আনন্দ-উৎসব
   চারিপাশ জুড়ে তোমার সীমাহীনতা
   তোমার আশীর্বাদ ,অভিশাপ ।
গভীর নিদ্রায় শুনি তরঙ্গের গর্জন ,
     স্বপ্নে পাই অসীম বিস্তারের আভাস ,
আমার সত্তা মিশে যেতে চায় তোমাতে -
     এক করে দিতে চায় জল মাটি আকাশ ।
সাগরকন্যা ,মৃত্যুর ঘরে জন্ম দিয়েছ তুমি ,
    তোমার কাছে ফিরে পেয়েছি দান ।
  উত্থান পতনে ভরা মানুষের জীবনে ,
   ভালোবাসতে শিখিয়েছ তুমিই আমাকে ...