ভালোমানুষ নাকি ?
সময় ওড়াই ছন্নছাড়া ,ছায়াকে দিয় ফাঁকি ।
বক্ষ ভরা জল
বিকেল থেকে ডাকছে পাগল -অন্যদেশে চল ;
এখন দেখি কবি
শব্দও নেই মুখ ফিরিয়ে- ভুলছে না আর ভবি ।
ইচ্ছে যদি হয়
মিথ্যে কিছু হিতৈষণা জড়িয়ে নিও গায়ে ;
সাঙ্গ হলে ছল
চোখকে দিও বনতুলসী ,চিতায় ক্ষণিক জল ।
তুচ্ছ যাহা চাই
তোমার ঘরের পথের পাশে ছিটিয়ে গেছি তাই -
অধিক আর কি চাই ?
দু-এক বিঘৎ দূঃখ বা দু-এক মুঠো ছাই ।