ভালোবাসা নামে একটা ছোট্ট পাহাড়ী নদী আছে।
সে নাচে, নুড়িতে নুড়িতে ধাক্কা খায়
যেখানে ধাক্কা খায়
সেখানে ঘুরে ঘুরে নাচে
তার এক পারে চাওয়াদের ছুঁয়ে
আর পারে পাওয়াদের ছুঁতে ছুঁতে
উঁচু থেকে নিচুর দিকে
গড়িয়ে গড়িয়ে সমতলে নামতে থাকে,
চাওয়াদের কত কাছে পাওয়াদের বাড়ি !
নামতে নামতে ভালোবাসায় স্ফীত হয় নদী,
মাঝে মাঝে বন্যায় ভাসিয়ে দেয়
চাওয়া পাওয়া দুপারে আছে যত।
একুল ওকুল দুকুল কত দুরে চলে যেতে থাকে
দীর্ঘতম দুরত্বে চাওয়া-পাওয়া রেখে
ভালোবাসা নামে সেই নদী
সাগরে গিয়ে মেশে।
সাগর, সাগর,সাগর
পৃথিবীর সব ভালোবাসার নদী
সাগরে এসে মেশে

এত ঢেউ, এত অনন্ত ভালোবাসা
তবুও চাওয়া-পাওয়া হীন
ভালোবাসার নোনতা স্বাদ
আমি চাই না, আমি চাইনা
আমাকে একটা পাহাড়ি ঝর্ণা দাও
নুড়ি পাথরের বাধা দাও
ভালোবাসার ঘুরে ঘুরে নাচ দাও
আমাকে চাওয়া-পাওয়ার মাঝখানে
বয়ে চলা শীর্ণ পাহাড়ি নদী দাও।