আমাকে ছুঁয়েছো তুমি ,তুমি, তোমরা সকলে
কেমন মিশে গিয়েছে সকলে
আমার হৃদয়ের জলে।

তবুও নির্জনতা ডাকে
আমি গাছের ছায়ায় বসি
আর তখনই আমার মধ্যে সূর্য ওঠে
আমার হৃদয় জল
তেতে ওঠে ধীরে
ভাপ ওঠে,আকাশে মিশে যায়
পড়ে থাকো অবশিষ্ট তুমি,তুমি ,তোমরা।

আমি গাছের নিচে বসলে
হৃদয় আকাশে যায় মিশে
পড়ে থাকো অবশিষ্ট তুমি,তুমি ,তোমরা।

বৃষ্টি নামে
নিজের মধ্যে ঝরে পড়ি আমি
আমার মধ্যে জল থৈ থৈ করে
কেমন অক্লেশে মিশে যাও
তুমি, তুমি, তোমরা সকলে।

তবুও তোমরা থাকো,থেকে যাও
যতই হৃদয় উড়ুক আকাশে ।