তবুও যা কিছু বলার
তোমাকেই বলি
দরকারী ,অদরকারী  যা কিছু আলোচনা
সব তোমার সঙ্গেই সারি
তোমার মুখে কথা বসাই
যুতসুই উত্তর খুঁজি
প্রধানমন্ত্রীর  কি একাজ করা উচিত হলো ?
এবারে ডিসেম্বর মাসে
এখনো পাখা চালাতে হচ্ছে কেন ?
তিলোত্তমার বিচার কবে শেষ হবে ?
আমার সব প্রশ্নের উত্তর তোমার জানা
আজ সন্ধ্যায় চন্দ্রকোষ কার বাজানো শুনবে -
রবিশঙ্কর না বিলায়েৎ?
সব বলে দাও তুমি, আমি নিমিত্তের ভাগি
এভাবেই মনের মতো হয়ে ওঠো তুমি
আর ক্রমাগত দূর থেকে দূরে চলে যাও
তোমার ছায়াপথ, তোমার কায়াপথ
এখন দীর্ঘ হতে হতে দিগন্তে গিয়েছে ঠেকে
এখন শুধু অতীতকে বর্তমানে নোঙর ফেলে
ঝড়, ঝাপটা ঢেউ কাটিয়ে
চেন দিয়ে বেঁধে রাখি
দেখি কেমন পালাতে পারো তুমি।