The idea that things must have a beginning is really due to the poverty of imagination.
--- Bertrand Russell
তবে কেন অভিমান করো ?
তুমিই তো ছিলে
আগে পরে
সীমানার শেষে,
পিতামহী, মাতামহী
গুহামানবীর বেশে,
তোমাকেই নির্মাণ করি
তোমাকেই ভাঙি গড়ি,
অজানা সফর শেষে
শুরু করি অজানা সফর,
শুরুর আগের শুরু
তোমাতেই শুরু,
শুরুর পরের শুরু
তোমাতেই শুরু।
তবে কেন অভিমানে
হতে চাও শুরু ?
তবে কেন অভিমানে
হতে চাও শেষ ?