যে সব স্বপ্ন সত্যি হয়
সেসব স্বপ্ন আমি দেখতে চাই না।
স্বপ্নে তোমাকে হারাতে চাই প্রিয়তমা।
স্বপ্নে দেখতে চাই
পৃথিবীটা ঊষর মরুভূমি হয়ে গেছে।
মরুভূমির মাঝে একটা কাঁটা ঝোপও
অবশিষ্ট পড়ে নেই।
এখনো যদি কোথাও ছিটেফোঁটা
মনুষ্যত্ব বেঁচে থাকে
কোনো বিরল প্রজাতির মানুষের মনে,
ধ্বংস হয়ে যাক সেসব মানুষ।
দেখতে চাই নিরন্ন মানুষের
হাহাকারে ভরে গেছে চারদিক ।
দেখতে চাই
তোমার চোখ দুটো কোটরে ঢুকে গেছে
ড্রাকুলার মতো তোমার শ্বদন্ত
আমার গলায় বসিয়ে
আমার রক্তপানে মত্ত রয়েছো তুমি!
আমার সব রক্ত শুষে নিয়ে
আমাকে ছিবড়ে করে
ছুঁড়ে ফেলে দিয়েছো আস্তাকূড়ে।
যন্ত্রণায় বিদ্ধ হতে হতে
হঠাৎ ভেঙে যাবে ঘুম।
খোলা জানলা দিয়ে তাকিয়ে দেখব
গাঢ নীল রঙের আবছা ভোরের আকাশে
চোখ পিটপিট করে হাসছে শুকতারা ।
ভেসে আসছে ছাতিমের সুগন্ধ।
প্রস্ফুটিত তোমার মুখমন্ডল জুড়ে
অবর্ণনীয় এক দ্যুতি।
মখমলের মতো সবুজ ঘাসের ওপর
না শুকানো শিশিরের বাহার।
একে একে জেগে উঠছে
হাসিখুশি মানুষের দল।
আমি চিৎকার করে বলে উঠেছি,
সত্যি কখনো স্বপ্ন হয় না।