সুযোগ সন্ধানী
সুযোগ !!! সুযোগ !!! সুযোগ !!!
দেয়ালে লটকে আছে সুযোগ—
কম্প্যুটার শিখুন, জব গ্যারান্টি সহ।
নামী অভিনেতার ব্যাগে ভর্তি আছে
অভিনয় শিখে সিরিয়ালে সুযোগ।
রেল কম্পার্টমেন্টের গায়ে গা লাগিয়ে
ছুটছে জিন্দেগীকে সাথ ভী
জিন্দেগীকে বাদ ভীর সুযোগ।
সহবাসে অক্ষমতা ?
বিবাহিত জীবনে পূর্ণ আনন্দের সুযোগ।
রক্ত চোষার সাথে পচে মরার সুযোগ
গরুর সাথে নারী পাচারের সুযোগ
নাগরিকের সাথে অনুপ্রবেশের সুযোগ
প্লেন কেনার সাথে ট্রেন বেচার সুযোগ....
আই আই টি তে সুযোগ,
ডাক্তারিতে সুযোগ......
পা থেকে মাথা অবধি সুযোগের নেশায়
টলমল করে হাঁটছে মানুষ।