Do not feel safe. The poet remembrs.
---- Czeslaw Milosz
কবিদের মনও থাকে, মনেও থাকে।
অসীম অনন্ত জিগা বাইটস সম্বলিত
কবিদের মনে---
যাকে উৎখাত করেছো
যাকে চিরকালের জন্য নিঃশব্দ করে দিয়েছো
যার গায়ে মাখিয়ে দিয়েছো মিথ্যে কলঙ্কের পাঁক
যাকে দুর্বল থেকে করেছ দুর্বলতর
ধর্ষণের পর জ্যান্ত জ্বালিয়ে দিয়েছো যাকে
যে লোকটাকে আচার্য করেছো
শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য
তাদের সকলের কথা
কবি মনে রাখে।
সাবধান !!!