প্ৰিয় পাঠক
মূল কবিতা : কেদারনাথ সিং
বাংলা রূপান্তর : নির্ঝর মুখোপাধ্যায়
( বিশিষ্ট হিন্দি ভাষী কবি অধ্যাপক কেদার নাথ সিং (১৯৩৪-২০১৮) কোনো পরিচয়ের অপেক্ষা রাখেন না। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করার পর তিনি কিছুদিন গোরক্ষপুর কলেজে অধ্যাপনা করেন। এর পর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগদান করেন ও পরে হেড অফ দি ডিপার্টমেন্ট হন।
তাঁর "আকাল মে সারস " গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়া জ্ঞানপীঠ পুরস্কার ও অন্যান্য বহু পুরস্কার পেয়েছেন। তাঁর লেখা ভারত তথা ইউরোপের প্রধান প্রধান সব ভাষাতে অনুদিত হয়েছে।)
প্ৰিয় পাঠক
এসেছিলাম দেখা করতে
শুনলাম আপনি বাড়ি নেই
তাই ফিরে যাচ্ছি
বিশ্বাস করুন দেখাই করতে এসেছিলাম
আমার কবিতা শোনাতে নয়
আপনার বাড়ি পৌঁছতে
কষ্ট করতে হয়েছে ঠিকই
কিন্তু ভালোই লেগেছে ভেবে
শেষ পর্যন্ত পৌঁছতে তো পেরেছি
আর আশ্চর্য, আপনার পাড়ার
একটা বাচ্ছা ছেলে
আমাকে আপনার বাড়ির নম্বরটা
একদম ঠিকঠাক বলে দিলো
নচেৎ আপনিই বলুন
কোন কবির কপাল এতটা ভালো
যে নিজের ঘর থেকে বেরিয়ে
সোজা পৌঁছে যায়
সেই আশ্চর্য যাদু নগরের
সেই পরমাশ্চর্য দ্বারপ্রান্তে
যেখানে প্রতিষ্ঠিত পাঠকের একছত্র অধিকার
ফিরে যাচ্ছি
তবে আবার আসবো
আজ না হলে কাল
কাল না হলে পরশু
না হলে বৎসরান্তে
হয়তো আগামী জন্মে
আমাকে ভুল বুঝবেন না
ভাববেন না আমি পুনর্জন্মে বিশ্বাসী
কিন্তু প্ৰিয় পাঠক
পরের জন্ম ছাড়া কি কবির চলবে ?
কবির তো এটাই কাজ---
আরো আরো মানুষের মধ্যে
এমন কি বস্তু পুঞ্জের মধ্যে
উৎপন্ন করা বার বার জন্ম নেবার ইচ্ছা
ফিরে যাচ্ছি
কিন্তু আপনার দরবারে
পায়রার মুখে করে আনা
এক ছোটো চিরকুটের মতো
রেখে গেলাম এক নম্র সনদ
যাতে আপনি বুঝতে পারেন
একজন কবি এসেছিল
কেমন করেই বা বলি
"উত্তর দেবেন"
আমাদের সময়ে তো
কবির একটাই মাত্র ঠিকানা নয়
কবি যতবার শ্বাস নেয়
ততবার বদল হয় ঠিকানা
তাই আর ডাকঘরের সমস্যা
বাড়াতে চাইলাম না
প্ৰিয় পাঠক
অপরাধ মার্জনা করবেন
আপনার সঙ্গে দেখা না করেই
ফিরে যাচ্ছি
সেই কোন সকালে বেরিয়েছি
এখন সন্ধ্যা হয়ে গেল
যেতে যেতে একটাই মিনতি
আগে পরে যখনই ফিরুন
আপনার কাছে যেন পৌঁছে যায়
এক কবির প্রণাম।