ইচ্ছে হয়, প্রায়ই ইচ্ছে হয়—
একটু সাহসী হয়ে বাঁচি
একটু সাহস করে বাঁচি।
ভগবানকে ভয় করি না বটে
কিন্তু যারা ভগবানকে নিয়ে মাতামাতি করে
তাদের বড় ভয় পাই।
আমি বিজ্ঞানে ভরসা করি
কিন্তু "সবই ব্যাদে আছে "দের বড় ভয় পাই।
ঘোড়ার পাতার থেকে দুচারটে পাতা
বেশী পড়িনি বটে
কিন্তু যারা অনেক বেশি পড়েছে
তাদের আমার ভয় করে ।
মানূষকে বিশ্বাস করি
শুধু মানূষের তৈরী প্রতিষ্ঠানগুলোকে
বড্ড ভয় করে চলি।
পুলিশকে ভয় পাই
কোর্ট কাছারি আইন আদালত ভয় পাই
মস্তান গুণ্ডা মার ধোরে খুব ভয়
সব চেয়ে বড় কথা দারিদ্রকে ভীষণ ভয় করি।
তবুও কেন যে মাঝে মাঝে ইচ্ছে করে
একটু সাহসী হয়ে বাঁচি
একটু সাহস করে বাঁচি
কিন্তু কি করবো
যারা সাহস করে বাঁচে
তাদেরও যে ভয় করে আমার।
পাছে মরে যাই
তাই বড্ড ভয়ে ভয়ে বাঁচি।