অশ্বথ গাছেরও বোধহয় ছিল অভিমান
ছায়া দিয়ে ডেকেছিল তোমায়

তুমি ছায়া ছেড়ে রোদ চশমা পরে
দাঁড়িয়ে ছিলে রোদে ,দূরে যাবার যানবাহনের খোঁজে

স্তব্ধ দুপুরে হঠাৎ করে ঝরে পড়েছিল
অভিমানে হলুদ একটি পাতা, ঠিক তোমারি বুকে

যত্নে সে পাতা কুড়িয়ে নিয়েছি আমি
গড়েছি একটি পাতার পর্ণকুটির

তোমাকে  আমি জানালে নিমন্ত্রণ
শীতলতার ছড়াও বিকিরণ

যত শীতল হয়েছো তুমি ক্রমে
অভিমান তত হয়েছে কঠিন জমে

শুধু বুকের মধ্যে ধরে রাখি আমারই সহোদর
অভিমানে হলুদ একটি পাতা

অপেক্ষা রত স্তব্ধ পাথর কত যে যুগ ধরে
কোনো দিন যদি অহল্যাকে স্পর্শ করো তুমি

দেখবে তোমার স্পর্শে তখন পাথর গেছে ফেটে
মধ্যিখানে ফসিল হয়ে হলুদ একটি পাতা