এতটাই, এতটাই
দিয়েছো পর করে
এতটাই এতটাই
গিয়েছি দুরে সরে—
আগুন গিয়েছে লেগে
সারাটা ভিতর জুড়ে
জানতে চেয়োনা দয়া করে
কোন সে মন্তরে
অন্তরে অন্তরে
রয়েছো এমন করে।
এতটাই এতটাই
নিয়েছো নিকট করে
বলেছি “না , না ”
আধো অস্ফুটো স্বরে
জানিনা কি মন্তরে
শুনেছি উত্তরে
বলেছো, “না, না”
তুমিও মন্দ্র স্বরে
গিয়েছি ভেসে কবে
জোয়ারে সাগর পারে
(রুমি অনুপ্রাণিত )