নেতাজি একশো পঁচিশ
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে
একশো পঁচিশ বছর ধরে
দিল্লীর দিকে আঙুল তুলে
ঘোড়ার উপর উপবিষ্ট নেতাজী
ভাবলেন এবার তাঁর ডান হাতটাকে
একটু বিরাম দেওয়া দরকার ।
ভাবামাত্র ডানপাশের লোকগুলি
তাঁর হাতটি দলাই মলাইয়ে ব্যস্ত হয়ে পড়লো।
বিস্তর টানামানিতে তিনি ডানদিকে হেলে যেতেই
তাঁর বাঁদিকের লোকগুলি চিৎকার করে ওঠে
যদিও তাঁর বাঁ হাতটা ব্যথা করছিলো না
তবুও বাঁহাতি লোকেরা
তাঁর বাঁহাত মালিশ করতে উদ্যত হোলো ।
এহেন টাগ অফ ওয়ারে
তাঁর প্রিয় ঘোড়াটি যারপরনাই বিচলিত হয়ে
উঁচু বেদিটার থেকে মারল এক লাফ।
মালা হাতে অপেক্ষামান
ডান হাতি ও বাঁ হাতি ফিল্ডাররা
এতো বড় ক্যাচ লোফার জন্য
মোটেই প্রস্তুত ছিলেন না ।
খুশি হয়ে নেতাজি তাঁর প্রিয় ঘোড়াটির
গলায় হাত বুলিয়ে দিলেন।
তাঁর মুখে ফুটে উঠলো মৃদু হাসি ।
তারপর ডান হাত তুলে
বজ্র কণ্ঠে ডাক দিলেন,
দিল্লী চলওওওওওও....