নারীদিবসের গান

সূর্য এসে শুরু করে দেয়
নতুন একটা দিন
ছোট ছোট ঘাস
ঘুম থেকে জেগে উঠে মুছে নেয় চোখ
দক্ষিণ থেকে ভেসে আসে
বাতাস আর বউলের ঘ্রান

এই খানে , অন্য কোনো খানে নয়
এই খানে জন্মাতে চাই

তোমার হৃদস্পন্দনের দোলায়
ভাসতে ভাসতে ভাসতে ভাসতে
তোমার সঙ্গে পা মিলিয়ে
চলতে চলতে চলতে চলতে
পৌঁছে যেতে চাই
পুরোনো প্রস্তর যুগে....

সেখানে আমাদের আদিম পিতা মাতারা
অপেক্ষা করে আছে
যুগ যুগ ধরে
তোমার আমার জন্য

তাদের দরজায় কড়া নাড়ি
খুশিতে উজ্জ্বল তাদের মুখ
ব্যস্ত সমস্ত হয়ে
সকলে সমস্বরে
প্রশ্নে জর্জরিত করে তোমায় আমায়

কোথায় ছিলিস ? এত দেরি হল কেন ?

তারপর রাত গভীর হলে
নাচ হবে, গান হবে, পান হবে
সব শেষে প্রান্তরের দূর্বা ঘাসে
তোমার বুকে মাথা রেখে শুয়ে
আমি দেখবো
সমস্ত প্রান্তর জুড়ে ছেয়ে আছে
আদিম রহস্যের এক মায়াজাল

আমরা মিশে যাব
সেই রহস্য মায়ায়

(ঋণ : Joy Harjo )