মাথার ব্যথায় পাগল সেই রাজা
মন্ত্রীকে বললেন,
একটা ভালো মুকুট বানাও দেখি ।
ভরা রাজ সভায় মন্ত্রী
পরিয়ে দিলেন মুকুট
আর সমবেত হাততালির মাঝে
শুরু হোল অবিশ্রান্ত তুষার পাত

নিজে নিজে পরেছো
নিজে নিজেই খুলে ফেলো, রাজা
                     অযোগ্যতার মুকুট।
                    
বুঝতে পারছো না রাজা
তুষার যুগ শুরু হয়ে গেছে
শুন্যাংকের নিচে যত নামবে পারদ
ততই ক্রমশ ছোট হয়ে
কুঁকড়ে যেতে থাকবে      
                       অযোগ্যতার মুকুট।
                      
তারপর ধীরে ধীরে
তোমার কপালের চারপাশে
ক্রমশ এক ভয়ানক ময়াল
তোমার মাথাকে চিপটে ধরে      
চুরমার করে দেবে ।

তোমার সব যন্ত্রণার  
সেখানেই শেষ

তার চেয়ে এইবেলা খুলে ফেলো রাজা
                          অযোগ্যতার মুকুট

নতজানু হও
হাওড়া স্টেশনে ঐ যে কুলিটা
ছাতু খেয়ে
মাথায় তেলচিটে গামছাটা  জড়িয়ে নিলো
ওর কাছ থেকে বরং
গামছাটা চেয়ে নাও
মাথায় যত্ন করে জড়িয়ে নাও
দেখবে মাথার মধ্যে
নেমে আসবে শান্তির হিমেল পরশ।

অথবা ঐ যে নির্মীয়মান
স্কাইস্ক্র্যাপারে সারি সারি মেয়েদের দল
মাথায় ইঁটের বোঝা নিয়ে
উঠে যাচ্ছে তলার পর তলা
ওদের কারোর থেকে চেয়ে নাও
কয়েকটা ইঁট
তুলে নাও মাথায়।

আর যদি সত্যিই
রাজা হতে চাও
তবে সেই মহামানবের কাছ থেকে
চেয়ে নাও কাঁটার মুকুট
নিজে নিজে খুলে ফেলো
                         অযোগ্যতার মুকুট।