লকডাউনে বৃষ্টি
লকডাউনে মুচকি হেসে
আমার ছাদে বৃষ্টি নামে।
লকডাউনে একটু কেশে
বৃষ্টি নামে গঞ্জে গ্রামে।
লকডাউনে লহরা করে
বৃষ্টি নামে টিনের চালে,
ভিজছে বালিশ, ভিজছে তোশক
বস্তির বৌ জলকে চলে।
খালের প্রেম উপচে পড়ে
রাস্তার গায়ে পড়ছে ঢলে,
জরুরি কাজের মোটর বাইক
সোয়ারি ঠেলে হাঁটু জলে।
আমফানে যার আগেই সবই
ডুবে গিয়েছে নোনা জলে
তার কানেতেও বৃষ্টি এখন
আবোল তাবোল যাচ্ছে বলে।
লকডাউনে লকডাউনে
কারোর চোখে ঘোর শাওনে
মুরলী বাজে বৃন্দাবনে,
লকডাউনে ঘোর শাওনে
আড়ালে এবং সামনে সামনে
কারোর কারোর লুঠ করে নেয়
অন্ন বস্ত্র দুঃশাসনে