পৃথিবীর সব দেশ স্বাধীন হলেও,
অর্ধেক মানুষ আজও পরাধীন হয়ে
স্বাধীন দেশে বসবাস করে।
স্বাধীন মানুষেরা অনেকেই
অন্ধকার ভালোবাসে,
অন্ধকারে তাদের শ্বদন্ত,
থাবা থেকে হিংস্র নখ বেরিয়ে আসে
তারা নরম মাংস খোঁজে।
বড় ভালোবাসে আজো যারা পরাধীন আছে
তাদের করতে শিকার।
অন্ধকার , অন্ধকার, অন্ধকার
বড় প্রিয়, বড় ভালোবাসে তারা।
কাল রাতে তাই
এক দীর্ঘ অশ্রু নদীর পাড় বরাবর
জড়ো হয়ে ছিল মানুষের দল
অন্ধকারের নিধন চায় তারা।
যার কাছে যতটুকু আলো আছে
ততটুকু বজ্রমুষ্ঠি ধরে
কাল রাতে জড়ো হয়েছিল মানুষের দল।
ছোটো ছোটো আলোক বিন্দু মিলে
ঘটে গেল সুপারনোভা—আলোর বিস্ফোরণ
আলো , আলো, আলো
কাল রাতে ঘটে ছিল আলোর বিস্ফোরণ
সে আলোর থেকে
এক পৃথিবী স্বাধীনতার জন্ম হোক
জয় হোক মানুষর
জয় জয় জয় হে
(১৫/৮/২০২৪)