জাতিষ্মর
( বেতাল প্রশ্ন করল, বলো রাজা, যে সন্ন্যাসী সঞ্জীবনী মন্ত্র শিখে এসে প্রাণ সঞ্চার করলে, যে গৃহী অস্থি সংরক্ষণ করেছে, যে বিরহী চিতা ভস্ম সঞ্চয় করে রেখেছে, এই তিন ব্যক্তির মধ্যে কে কন্যার যোগ্য পাণি প্রার্থী....)
আমি পিতা
আমি ভ্রাতা
আমি প্রেমিক
হত্যাকারী তিন
অতঃপর
আমি সন্ন্যাসী
আমি গৃহী
আমি প্রেমিকই
থেকে যাই
তোমার চিতার থেকে
আমি তুলে আনবো ছাই
আমি সন্ন্যাসী
বহু দেশ ঘুরে
শিখেছি মন্ত্রটাই
যাদুবলে আজ
তোমার প্রাণ যে
ফিরাতে এসেছি তাই
আমি গৃহী
প্রেমিক হবার
ব্যর্থ বাসনা
অসহায় চোখে চাই
হত্যাকারী তিন
শ্মশানে জাগায় প্রাণ !
বলো প্রিয়তমা
কারোর জন্য
কাঁদে কি তোমার প্রাণ ?
যখন ফিরেই পেয়েছি প্রাণ
গাই নব জীবনের গান
দহনের জ্বালা
মন প্রাণ জুড়ে
এখনো বিদ্যমান
শরীর ফিরিয়ে
ফেরত চাইছো
গত জন্মের স্মৃতি ?
সব ভালোবাসা
চিতার আগুনে
জ্বলে পুড়ে হলো ছাই
শিখেছো মন্ত্র
শেখোনি বিদ্যা
জ্বালা জুড়োয়নি তাই