আজ
পৃথিবীকে  উপহার দিতে চাই
সব মানুষের নিটোল জন্মদিন
দিন, দিন, নিত্যদিন।
পুরোনো চুমুর গন্ধওলা মুখ,
শিশুর কচি গায়ের দুধ দুধ গন্ধ,
এক বাটি মিষ্টি কম
আমার মায়ের হাতের রান্না করা পায়েস,
সকাল বেলা কাজে যাবার ব্যস্ততা ,
অবসৃত মানুষের তুমুল আড্ডা।
যারা বড় বড় ওজনদার মানুষ
তাদের বলি,
এর বেশী ক্ষমতা আমার নেই।
তবে আপনাদের যদি থাকে
তবে দেরী না করে নেমে পড়ুন মাঠে
বলুন কার কার কি সাহায্য  দরকার।
আমি লোক লস্কর নিয়ে আসছি...