ইতস্ততঃ বিক্ষিপ্ত /১
।।১।।
আমি মরে গেলে
একটা চোখ ধর্মান্ধকে দিতে চাই
আর একটা ঈশ্বরকে ।
।।২।।
ফরটি টু টাওয়ার
কলকাতার সবচেয়ে উঁচু বাড়ি।
কি হাস্যকর রকমের
ছোটো একটা ছাওয়া দেয় !
।।৩।।
ইন্টারভিউ বোর্ড
নাম ??
......
যোগ্যতা ??
........
অভিজ্ঞতা ?
নেই
আপনি আসতে পারেন।
কিন্তু আমি তো বেকার,
চাকরি চাই !
ওটাই তো এদেশের সমস্যা ।
আপনিও তো এদেশের লোক ।
ওটাও এ দেশের সমস্যা।
।।৪।।
অমাবস্যার রাতে
সূর্য যখন চাঁদের ঘরে
জ্যোৎস্না চুরি করে,
তখন গাছের ডালে
লটকে থাকা ঘুড়ি
হাত পা ছোঁড়া বন্ধ করে
ঘুমে নেতিয়ে পড়ে।
।।৫।।
পুরুলিয়ার পলাশ বাড়ি---
সেখানে মাত্র কয়েকটি সপ্তাহ
পলাশ গুলো টগবগিয়ে ফোটে,
সেখানে গিয়ে লাগলো মাথায় আগুন
এখন সারা বছর পলাশ ফুল
মাথার মধ্যে ফোটে।
।।৬।।
কালু আয় , আয় বলে ডাকলে
পাড়ার যত নাম না জানা কুকুর
ছুটে আসে ।
কালু নাম না জানা কুকুরদের ক্যাপ্টেন।
নাম না জানা মানুষদের ক্যাপ্টেন
আজও অনাবিষ্কৃত !