ইতস্ততঃ বিক্ষিপ্ত /২
।।৭।।
বই মেলায় আগুন লাগে
মাঠ ভরে ছড়িয়ে ছিটিয়ে
বইয়ের মৃত দেহ
আকাশে তখনো ধোঁয়ার কুন্ডলি
কবি ঘোষণা করেন---
Words cannot be burnt
।। ৮।।
বিবাহ বার্ষিকীতে জোড়া পায়রার মূর্তি
খুব বাজে উপহার,
পায়রারা মানুষের ঘরে বাসা বাঁধে
নোংরা করে, দুর্গন্ধ বের হয়।
।।৯।।
সকাল বেলা
কালো সাদা রামস্বরূপ ইস্তিরি ওয়ালা---
বৌদি ছাপ্পান্ন টাকা হয়েছে।
সন্ধ্যা বেলা
রঙীন রামস্বরূপ---
ম্যাডাম, ফিফটি সিক্স !
।।১০।।
বাবা বহুদিন আউট অফ প্রিন্ট
মা এর এডিশন সম্প্রতি নিঃশেষিত
বাবা আর মায়ের সীমিত পুনর্মুদ্রণ
আমার টেবিলে এক কপি রাখা।
।।১১।।
আমার ফ্ল্যাট এ্যন্টর্কটিকা
সামনে দেয়াল ,পিছনে ফ্ল্যাট
ডাইনে দেয়াল ,বাঁয়ে জানলা
বিছানায় ছমাস সামান্তরিক রোদ।
।।১২।।
ডিয়ার মৃত্যু,
তোমার মেইল পেয়েছি।
ধন্যবাদ।
উত্তর দিতে একটু দেরী হলো।
দুঃখিত।
আসলে এই উত্তরটা
কাকে কাকে ফরওয়ার্ড করবো
সেটাই ভাবছিলাম।