ভালোবাসা মানুষকে ধ্বংসও তো করে দিতে পারে
এমন ধ্বংসিত কোনো মানুষ
চাঁদনি রাতে লেকের ধারে
যদি একলা বেঞ্চে গিয়ে বসে
চাঁদ তখন বড় কৌতূহলী হয়ে পড়ে।
মানুষের এই এক দোষ
আনন্দে চাঁদের দিকে তাকায়,
কিন্তু দুঃখ পেলে মাথা নিচু করে থাকে।
চাঁদ কিন্তু কুরুক্ষেত্রে কৃষ্ণের মতো,
দুঃখী মানুষটিকে দেখে
প্রথমে ঝপ করে অশ্বথ গাছের মাথায়
উড়ে এসে বসে
তারপর দুঃখিত মানুষটির কোনো হেলদোল নেই দেখে
গাছ থেকে উড়ে এসে
ঝপাৎ করে লেকের জলে ভাসতে থাকে
আচমকা কোনো হাওয়া ওঠে তখন
লেকের জলে চাঁদ দুলে দুলে নাচে
লোকটির তখন রাগে মাথায় আগুন জ্বলে ওঠে
একটা পাথর তুলে নিয়ে
ছুঁড়ে মারে চাঁদের বুকে
টুকরো টুকরো হয়ে যায় চাঁদের হৃদয়
লোকটা হা হা করে হেসে উঠে বলে ,
“দ্যাখ, দ্যাখ। বুক ফাটলে কেমন লাগে দ্যাখ!“
সময় কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে যায়
শান্ত হয় লেকের জলে ঢেউ
আবার জোড়া লাগে টুকরো টুকরো চাঁদের হৃদয়
আবার ওঠে আচমকা এলোমেলো হাওয়া
লেকের জলে শুরু হয় মৃদু মৃদু চন্দ্রিমার নাচ
লোকটির দুই চোখে নাচতে থাকে অসীম বিস্ময়।