নতুন বছর ,
তোমার সঙ্গে মা দুর্গার খুব মিল খুঁজে পাই !
অনেক আশা নিয়ে যখন তোমাকে খুঁজতে যাই
তখন পার্ক স্ট্রিটে ডিসকো লাইট জ্বেলে
একদল ছেলেমেয়ে বিসর্জনের শোভাযাত্রা করে
তোমাকে কাঁধে তুলে
ধেই ধেই করে নাচতে নাচতে বাবুঘাটের দিকে নিয়ে যায়
আমি চিৎকার করে ডাকি,
মা গো মাআআআআ...
গগন বিদারি বাজনার আড়ালে চাপা পড়ে যায়
মা, মা ডাক
আমি গলা ফাটিয়ে বলি ,
আবার এসো মা
তুমি শুনতে পাও না।
নতুন বছর তোমার সঙ্গে
মণিদীপার খুব মিল খুঁজে পাই।
টেলিভিশনের পর্দায় তুমি আর মণিদীপা
গলা জড়াজড়ি করে নাচ গান করো
মণিদীপা বড় ঝলক দিতে ভালোবাসে
আমি মণিদীপাকে বলি,
প্লিজ আমাকে একটু ছুঁতে দাও
তোমাকে, নতুন বছরকে
মণিদীপা খিলখিল করে হাসে
আর টিভির পর্দায় দাঁতের মাজনের বিজ্ঞাপন ভেসে ওঠে
নতুন বছর মণিদীপারই মতো অধরা থেকে যায়।
নতুন বছর ,
তোমার সঙ্গে পুরোনো বছরেরও বড় মিল খুঁজে পাই
পুরনো বছরকে বলি,
যা কিছু দেবার ছিল অথচ পারোনি দিতে
সেই সব কিছু ঐ সব নৃত্যরত যুবক যুবতীকে দিয়ে যাও
বিসর্জনের রাস্তা থেকে ওদের ফেরাও
নতুন বছর কাঁধে নিয়ে নাচতে নাচতে ওরা ফিরে আসূক
আমি ওদের সবাইকে বলতে চাই,
হ্যাপি নিউ ইয়ার!!!