এখন আর এপ্রিল নয়
সারা বছর ধরেই বোকা হবার পালা
সঙ্গে দু‘অক্ষর ফ্রি !
এখন মোবাইল ফোন বাহিত
"হ্যাপি এপ্রিল ফুল"
নীলকণ্ঠ পাখির মতো
আমাদের বিসর্জন দিয়ে
কোনো ভূকৈলাস পানে উড়ে যায়।
এমনই নীলকন্ঠ পাখির জন্য
চলে অপেক্ষার কাল
আমরা অপেক্ষা করি।
সত্যিই মানুষ বড় বোকা
নীলকণ্ঠ পাখির পথ চেয়ে বসে থাকে ।
আমাদেরই রান্নাঘরের চালে তখন
তিনটি শালিক ঝগড়া করে,
প্রমোটারের কোপ থেকে বেঁচে যাওয়া
কোনো ভাগ্যবান আমগাছের ডালে
বসন্তের প্রাক্কালে ডাকে কোকিল।
ছাদের মোবাইল টাওয়ারের বাসা থেকে
আকাশে চক্কর খেতে খেতে ডাকে চিল...
এসব আর আমাদের মুগ্ধ করে না।
আমরা এপ্রিল ফুলে হ্যাপি হব বলে
মোবাইল ফোনে রাখি চোখ,
এখন সারা বছর বোকা হতে চাই
সঙ্গে আরো দু'অক্ষর ফ্রি।