Some times I think of the Sun and the moon as lovers who rarely meet , always chase and
almost always miss one another. But once in a while they do catch up , and they kiss,and the world stares in awe of their eclipse.
--- Anonymous
আজ পূর্ণিমা ।
আমার পিছনে দাঁড়িয়ে আছে যে
তারই আলোয় জ্যোৎস্না বর্ষণ করছো আমায়।
দেখো ভেসে যাচ্ছে
আমার অরণ্য, পর্বত,মরুভূমি ,নদী।
বুঝি আমি—সব বুঝতে পারি,
এসব আমার পাওনা হলেও
কিছুই দেয়ার নেই তোমায়।
তাই মাঝে মাঝে ভীষণ রাগে,অভিমানে
তুমুল কোনো ব্যর্থতার ধাক্কা লাগে প্রাণে।
আমি গুটি গুটি পায়ে
এসে দাঁড়াই তোমাদের দুজনার মাঝে।
আমারই ছায়া ধীরে ধীরে গ্রাস করে তোমায়
গভীর অন্ধকার নেমে আসে বুকে।
আমার অরণ্য,পর্বত, নদী
সবাই মিলিয়ে যায় অন্ধকারে।
কি নিবিড় ব্যর্থতা আমার—
ছায়াটুকুও নিতে হয় ধার।
আমারই পিছনে দাঁড়িয়ে আছে যে
তার কাছে কিসের ঋণ কে জানে !
আমার অহংকার দেখে করুণা জাগে তার মনে
তোমার ঠোঁটের থেকে তুলে নিয়ে ঠোঁট
আমার কাঁধে রাখে হাত
ধীরে ধীরে সরিয়ে নিয়ে যায় আমায়।
তোমার জ্যোৎস্না ধারা নেমে আসে প্রাণে।
আজ পূর্ণিমা।