অভাবী মানুষের সাথে  
ভদ্র ব্যবহার করলে
সে চোখের মধ্যে রাখে চোখ
তারপর খুঁজতে থাকে অভাবের ছায়া।
একদিন ভেবে ফেলে
ভদ্র ব্যবহার মানে
এলেমদার কেউ হবে নিশ্চয়।
পরেরদিন পকেট থেকে
কুণ্ঠিত হাতে বের করে মোবাইল  ফোন
ফোন নাম্বার চাইবার ছলে
দেখায় ছেলে আর বৌমার ছবি।
ছেলেটি ছোট প্রাইভেটে কোমম্পানি
এ্যকান্টেন্সি অনার্স,
জি এস টি জানে।
বৌমা জিওগ্রাফি অনার্স।
ওখানেই থেমে গিয়ে অপেক্ষা করে।
দুদিন পরে সংসারে অনটন
টানাটানি, অভাবের কথা বলে,
ফের চোখে রাখে চোখ
খোঁজে , অভাবের ছায়া খুঁজে ফেরে।
তারপর একটু ধন্দে পড়ে ভাবে
লোকটা কি এলেমদার ?
হলেও, অভাবের মানে বুঝেছে কি ?-
নাকি ভণ্ড, ফালতু বা অন্য কিছু হবে ?
শেষ মেশ ভাবতে বাধ্য হয়
ভণ্ড হোক, স্বার্থপর হোক
একবার বলেই দেখি না...
তারপর অনেক আশা, উৎকণ্ঠা নিয়ে বলে ফেলে
স্যার আমার বৌমার
একটা কিছু কাজ জুটিয়ে দিন না.
ও‌ জিওগ্রাফিতে অনার্স