নদীটি কোথায় হারিয়ে গেছে
নামটি সরস্বতী।
গঙ্গা আর যমুনাটির সাথে
শুধু নামটি হয়েই বাঁচে।
মানুষ তার নামে
অবশ্য করেছে কত কি যে --
প্রতিযোগিতা , পুরস্কার
নাচের স্কুল, গানের স্কুল....
অথচ নদীটি হারিয়ে গেছে কোথায়
কেউ কিছু না জানে।
সরস্বতী, সরস্বতী
হারিয়ে যাওয়া নদীর মতো
শুধু নামটি হয়েই আছে।
হংস পৃষ্ঠে আকাশ পথে
খুঁজতে থাকেন তিনি
নদীটি কোথায়, কোথায় তুমি নদী ?
নদীটি কোথায় হারিয়ে গেছে
নামটি সরস্বতী।
গঙ্গার হাত, যমুনার হাত ছাড়িয়ে সরস্বতী
নিজেকে খুঁজতে বেরিয়ে পড়েন তিনি ।
অভিমানীনি সরস্বতী
একলা একলা ঘোরেন
পথে ঘাটে জলে জঙ্গলে
বড্ড একা তিনি
এই তো আমার সরস্বতী
তোমরা চেনো কি তাকে ?