।।১।।
জ্বরের দিনগুলি রাতগুলি
উইন্ড স্ক্রিন এ বৃষ্টি ফোঁটার মতো
কখনো অঝোরে, কখনো হালকা, কখনো মাঝারি
দুর্ভাবনা গুলো ঝরে পড়ছে।
ওয়াইপার কখনো জোরে, কখনো ধীরে চালু।
উদ্বেগ মোছা মুছি করতে করতে
এগিয়ে চলেছে----
চল পানসি বেলঘরিয়া !
আমার পাশে বসে মাতাল শক্তি বাওয়াল করছে,
হ্যারে তুই নাকি কবিতা লিখিস ?
পিছনের সিট থেকে সুনীল শক্তিকে আশ্বস্ত করার চেষ্টা করছে,
ওহ শক্তি, তুমি একটু ওকে গাড়িটা চালাতে দাও।
শান্ত সমাহিত শঙ্খ শুরু করলেন,
শান্ত এই ভোরবেলা মৃদু নিঃশ্বাসের প্রতিভাতে।
আমি বসে থাকি পাশে নিরাময় নিয়ে দুই হাতে
।।২।।
কোনো চন্দ্রালোক নিষিক্ত
খোয়াই এর বনে
শালের ঝাপসা ঝাপসা
মহুয়ার গন্ধ মাখা ছাওয়ায়
যদি হাতে রাখো হাত
তবে তোমার মধ্যে থেকে ছায়া
আর আমার থেকে কল্পনা
বেরিয়ে এসে আমাদেরই সামনে
এক অপার মিলন সমুদ্রে ভেসে যাবে
তারপর ছায়া গর্ভবতি হবে
কল্পনাও গর্ভবতি হবে
ছায়া নিয়ে ফিরে যেও তুমি
এঁকো যা ইচ্ছে তোমার
কল্পনা আমার থাক
লিখে দেবো যা ইচ্ছা আমার