বুদ্ধিমান বন্ধু
আমার কিছু বন্ধু আছে
তাদের অনেক টাকা আছে
গয়না আছে গাঁটি আছে
এ্যালসেসিয়ান কুকুর আছে
আর
মাথায় অনেক বুদ্ধি আছে!
নাতি আছে নাতনি আছে
জন্মদিনের পার্টি আছে
পুজো আছে আচ্চা আছে
হাতে অনেক আংটি আছে
আর
মাথায় অনেক বুদ্ধি আছে !
শিক্ষা আছে দীক্ষা আছে
গল্প কবিতা লেখা আছে
ঢাউস ঢাউস গাড়ি আছে
অনেক গুলো বাড়ি আছে
আর
মাথায় অনেক বূদ্ধি আছে।
আমার কিছু বন্ধু আছে
তাদের মারণ ব্যাধি আছে
ঘর ভর্তি অভাব আছে
চোখের সামনে মরে যেতে
দেখা আছে
আর
মাথায় গোবর পোরা আছে।
তাদের বাঁচতে চাওয়া আছে
আকুলি বিকুলি করা আছে
ফেসবুকে পোস্ট করা আছে
যা পারিস দে বলা আছে
আর
মাথায় গোবর পোরা আছে !
যাদের মাথায় বুদ্ধি আছে
তারা জানে ধান্দা আছে
এমন মেসেজ জানা আছে
দেখেই ডিলিট করা আছে !