মিছিলের মুষ্টিবদ্ধ হাতে আজ অন্যরকম দাবী—
কনিষ্ঠার পান্না দাবী করছে সমৃদ্ধি !
অনামিকার হীরে বিপদকে দুরে সরিয়ে রাখতে চায়!
মধ্যমার গোমেদ সেই শিশুকাল থেকে
একই রচনা লিখে চলেছে অক্লান্ত ভাবে—
স্বাস্থ্যই সম্পদ !
তর্জনী অনুশাসন ভুলে গলায় পরে নিয়েছে
দ্যূতিময় পোখরাজ ।
এরা সবাই প্রাণপণে মুঠোর মধ্যে
চেপে লুকিয়ে রেখেছে আর একজনকে....