বস্তা বস্তা পাপ এনে উপাসনাগৃহে
হাজির করেছে মানুষ।
প্রভু ক্ষমা করে করে আজ ক্লান্ত।
অথচ অক্লান্ত উদ্যমে
পাপের বোঝা বাড়িয়েই চলেছে মানুষ।
উপাসনা মন্দিরের সব দরজা জানালা
পাপের বস্তা চাপা ,
কবে থেকে বন্ধ হয়ে গেছে।
প্রভুকে গৃহবন্দী করে
পৈশাচিক উল্লাসে নৃত্যরত মানুষ—
আজ বড়দিন বটে!
প্রথম ক্ষমা করার কথা
এই দিনটাতে বড় মনে পড়ে।
ভেবেছিলেন বড়জোর কয়েক শতাব্দী ,
তারপর মানুষ উত্তীর্ণ হবে
কোনো এক আলোকিত অমর্ত্যধামে।
হাজার হলেও ঈশ্বরপুত্র তো বটে,
মানুষের আপেল খাওয়া বুদ্ধির
মর্তলীলা বোঝবার ক্ষমতা কোথায় পাবেন ?
যতদিন ক্ষমা থাকবে
ততদিন থেকে যাবে পাপ।
প্রভু বসে বসে ভাবেন,
তবে কি ভূল হোলো ?
ক্ষমার বদলে শাস্তিবিধানই শ্রেয় ?
কিন্তু যতদিন শাস্তি থাকবে
ততদিনই যদি থেকে যায় পাপ ?
অনন্ত পাপের বোঝা মাথায় করে
কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন প্রভু।
নাহ, এই বেশ ভালো,
পাপটা আমার জন্যই থাক।
ক্ষমার প্রাচীর দিয়ে ঘেরা থাক মানুষ!