বড়বাবুকে বলুন
চোর গয়না চুরি করে
গৃহিণী পা ছড়িয়ে কাঁদতে বসেন।
গৃহস্থ থানায় ডাইরি করে
বড়বাবু চোর ধরতে বেরোন।
চোর পালিয়ে বেড়ায়
বড়বাবু চোরবৌকে ধরেন।
চোরবৌ পা ছড়িয়ে কাঁদতে বসে
চোর থানায় সারেন্ডার করে।
বড়বাবু গৃহস্থকে ডেকে পাঠান
গৃহস্থ হাসি মুখে থানায় যান।
বড়বাবু পঞ্চাশ হাজার চান
গৃহস্থ প্রতিবাদ করেন।
চোর গারদে বসে হাসে
বড়বাবু একটা গয়নাও না দিয়ে ভাগিয়ে দেন।
গৃহস্থ হাতে পায়ে ধরেন
রফা পাঁচ হাজারে দাঁড়ায়।
গৃহস্থ ধার করে টাকা জোগাড় করে
চোর জামিনে ছাড়া পায়।
গৃহস্থ গয়নার থলি নিয়ে বাড়ি ফেরেন
গৃহিনীর মুখে হাসি ফোটে।
গৃহিণী থলি খুলে দেখেন
সাধের ঝুমকো জোড়া হাওয়া।
গৃহস্থ চোরকে চেপে ধরেন
চোর হাত ছাড়িয়ে বলে---
আপনার সঙ্গে আর কথা নেই
যা বলবার বড়বাবুকে বলেন !!!