লোকটাকে বেডে শুইয়ে
একে একে পায়ে , হাতে,
গলায়, নাকে ফুটো করে
নল পরিয়ে রক্ত , ড্রিপ,
অক্সিজেন চালিয়ে দিয়ে
ডাক্তার বললেন,
এবার ভগবান কে ডাকুন
বাঁচালে তিনিই বাঁচাবেন।
বাইরে অপেক্ষমাণ উদ্বিগ্ন  স্ত্রী,
একটু আগে তাকেও বলে এসেছেন,
রোগীর যা অবস্থা ,
বেঁচে  ফিরে আসা প্রায় অসম্ভব
ভগবানকে ডাকুন
বাঁচালে তিনিই....

কর্কট রোগাক্রান্ত  মানূষটি
ভগবানকে ডাকার আগেই
আচ্ছন্ন হয়ে পড়লেন
ভগবানকে আর ডাকার সুযোগ হলো না

ডাক্তার বাবু একটু চিন্তিত হয়ে পড়লেন
রোগীটির দায়িত্ব কার
ভগবানের না ডাক্তারের ?
ডাক্তার বাবুর চেম্বারে টেবিলে
একজন যুগপুরুষের ছবি শোভা পায়
নিচে লেখা আছে
I treat He cures
দ্বীধা গ্রস্ত ডাক্তার অপারেশন শুরু করলেন
দুদিন পর রোগীর জ্ঞান ফিরলে
ডাক্তার বললেন, ঈশ্বরের কৃপায়...

রোগীটি ভাবল, ভগবানকে ডাকলো কখন ?
ডাক্তার কিছু ভাবলো কিনা বোঝা গেল না
রোগীর স্ত্রী ভাবলো,
I treat He cures যদি হয়
তাহলে Who pays ?

আশ্চর্য তিনজনের কেউই
ভগবান কি ভাবছে ভাবলো না।
ভগবানের বড় দুঃখ হলো।