বুকের মধ্যে ধুক পুক করে
এক পথিক
পথের মধ্যে পায়ে পায়ে চলে
সেই পথিক
চলতে চলতে বাসা খুঁজে মরে
সেই পথিক
বাসাটি কোথায় ? খুঁজে হয়রান
সেই পথিক
খোঁজার শেষে নির্বাসিত
হায় পথিক
বাসার দেশ যে নাই-দেশে
হায় পথিক