এই ঘন জঙ্গলে
প্রতিটি মহীরুহ এক গগনচুম্বী অট্টালিকা
বহতা খরস্রোতা নদী
বর্জ্য বহনকারী খাল
এখানেই অভিসারিকা রাধা
ত্রস্ত পদ
দখল হওয়া ফুটপাথ
জঙ্গলের সরু হাঁটাপথ ধরে হাঁটে
সন্ধ্যারাতে ল্যাম্প পোস্টে হ্যালোজেন চাঁদ
মোটরগাড়ির হেডলাইট নক্ষত্রে ভরা আকাশ
এখানেই অভিসারিকা রাধা
চকিত হরিণীর মত সন্ত্রস্ত
দূরে জুটমিল ভোঁ- বাঁশির ডাক
রাত দশটার শিফট শেষে মিলন পিয়াসী কানাই
রাতপাহারার আয়ান ঘোষ পুলিশ
তার ধূর্ত চোখে ধুলো
অনতিদূরে অন্ধকার কুঞ্জ বন পার্ক
রাধা কৃষ্ণের রতিক্রীয়া শুরু
কন্ডোম ছুঁড়ে ফেলে রতিক্লান্ত কানাই
এখন শেষ কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি
নখরে ছিন্ন স্তন, ঊরুসন্ধিতে জ্বালা
ব্রেসিয়ারের খোপে কানাইয়ের ঘাম মাখা টাকা
ভীত সন্ত্রস্ত রাধা
দখল হওয়া ফুটপাথ বুনোপথ
ঘুমন্ত শরীর টপকে টপকে
ত্রস্ত পায়ে হাঁটে