যখন তোর
সঙ্গে আড়ি
চুরমার হয়
ভাঙচুর হয়
আমার ঘর
ও আমার বাড়ি।
যখন তোর
সঙ্গে ভাব
রৌশন চৌকি
শিউলি গন্ধ
কেমন একটা
পুজো পুজো ভাব।
ও মেয়ে তুই
আড়ি করিস
করলে কিন্তু
ভাব করে নিস।
আড়ি ভাবের
মধ্যে সময়
আমার জন্য
যন্ত্রণাময়
কেমন থাকিস
তুই সে সময়
আমার জানতে
খুব ইচ্ছে হয়।