..... a poem on a page is only half a poem
           --- Dylan Thomas

এইখানে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা আছে
তাই  শুধু 'ঝর্ণা' লিখে রাখলাম।
একটু এগিয়ে এসো
শুনতে পাচ্ছ
সেই শান্ত জলের ধারা
পাথরটার উপর পড়ে কেমন শব্দ করছে ?
তাই এখানে শুধু 'টুং টাং' লিখে দিলাম
এবার আর একটু এগোও
ওই বড় পাথরটার উপর রাখো পা
দেখো ঘুরতে ঘুরতে নাচতে নাচতে
ঠাণ্ডা জলের ধারা
তোমার পায়ের পাতা ছুঁয়ে চলে যাচ্ছে
তাই এখানে শুধু 'ছোঁয়া' লিখে দিলাম।
পাথর টপকে আর একটু এগিয়ে যাও
টলমল করছো ?
ঠিক আছে তবে 'মাতাল ' লিখে রাখি
এতক্ষণে সে বুঝে গেছে মনের কথা
তাই হাত পাতো, ঝর্ণার কাছে
আঁজলা ভরে করো পান
আমি শুধু  'তৃষ্ণা' লিখে দিলাম....

কি আর দিতে পারি তোমায় ?
তাই এই ঝর্ণাটুকু দিলাম
অর্ধেক তুমি নাও
অর্ধেক আমার !