কোনো কোনো মানুষের ভেতর থেকে
ভালোবাসারা বেরিয়ে পড়ে,
আনমনা পথিকের মতো
পথে পথে ঘুরে বেড়ায়।
যেখানে দুটি জোটে সেখানে
কিছু খেয়ে নেয়।
মন্দিরে, মসজিদে,ফুটপাথে, দালানে
যেখানে জায়গা পায় শুয়ে পড়ে।

কখনো কখনো অন্য কোনো
ভালোবাসার সাথে দেখা হয়ে গেলে
দুজন দুটি মানুষের হৃদয়ের আশ্রয় খোঁজে
নিয়ম করে দুটি ভুল মানুষের হৃদয়ে
পেয়ে যায় স্থান
সে দুটি মানুষ তখন আকুলি বিকুলি করে
পরষ্পরকে খুঁজে বেড়ায়

কোনো কোনো মানুষের ভেতর থেকে
ভালোবাসারা বেরিয়ে পড়ে
আনমনা পথিকের মতো