O how did I make it ?
( An inscription on a copper plate in Kailasa temple, Ellora),



অস্তিত্ব মৈথুন করে
"আমি" হারিয়ে যেতে যেতে
নিঃস্ব হওয়াটা এক শৃঙ্গার সুখ বটে
নিঃস্ব হতে হতে নিঃস্ব হতে হতে
একটা সময় আসলেও আসতে পারে
যখন রাগমোচনের পালা শুরু  
একান্ত নিজস্ব আমির পতন ঘটে  
আপন সৃষ্টির দিকে তাকিয়ে
জেগে ওঠে বিষ্ময়
কেউ কেউ বলে ওঠে,
একি করেছি আমি?
এ‌ কি করেছি আমি ?
স্রষ্টার নিজস্ব পরিচয় মুছে যায়
গুহার দেয়ালে, ছাদে
ফুটে ওঠে অজন্তা ইলোরা ।
একটা সময়, একটা যুগ
সৃষ্টির এক কোণে রেখে যায় স্বাক্ষর নিজের
মানুষ আবার কবে
এমন আমি-হারা হবে ?