এই অক্টোবর মাস থেকে জানুয়ারি অবধি
সব বড় বড় বাড়ির চোখ রাঙানি তুচ্ছ করে
সকাল আটটার সময়
একফালি সামান্তরিক রোদ
আমার লেখার টেবিলে পাখির মতো উড়ে এসে বসে।
আমার লেখার খাতাগুলো নেড়ে চেড়ে দেখে
ভাল মন্দ কিছুই না বলে নটার সময় উড়ে চলে যায়।
আমার শীতার্ত কবিতা গুলো
রোদের ছোঁয়া পেয়ে তরতাজা হয়ে ওঠে
আমি বুঝতে পারি,
এবার ওদের ছেড়ে দিতেই হবে।
আমি একটা একটা করে পৃষ্ঠা ওল্টাতে থাকি
আর সেখান থেকে একটা একটা কবিতা
খাঁচা খোলা পাখির মতো উড়ে যেতে থাকে।
আমি নীল আকাশের দিকে তাকাই
সেখানে সাদা বকের মতো
আমার কবিতা গুলো উড়ে যায়
কোনো ভূল ঠিকানার দিকে।