Babies construct a world model...
- Frank Wilczek ( Nobel laureate in Physics)
আর একবার জন্মে ফেলুন।
মায়ের কোলে গুটি শুটি শুয়ে
নিজের ছোট্ট মুঠির দিকে
বিস্ফারিত চোখে চেয়ে আবিষ্কার করুন-
আরে, এতো অন্য পৃথিবী মুঠোয় ধরেছি আজ।
টলমল করে হাঁটতে হাঁটতে
জিনিষ পত্র ধরুন, ফেলে দিন
তারপর আবার কুড়িয়ে নিয়ে
ফোকলা দাঁতে হেসে উঠুন
উপভোগ করুন খুঁজে পাওয়ার নিখাদ আস্বাদ।
বিশুদ্ধতম কৌতহলে পৃথিবীর দিকে চান।
আবিষ্কার করুন—
আপনি আর না-আপনিকে।
দেখুন কেমন টুকরো টুকরো হয়ে যাচ্ছে আলো
আর সেসব ভাগাভাগি করে নিচ্ছে মানুষ ,
আর সেই সঙ্গে মহাবিশ্ব ছড়িয়ে পড়ছে
মানুষের মাঝে তার নিজের বিশ্ব হয়ে।
এসব আর একবার না জন্ম নিলে
মানুষ শিখবে কি করে আজ ?
অন্য এক শিশু হয়ে জন্মেছিলেন যখন
অন্য আর এক শিশু হয়ে জন্মে
ভুল ভেঙে নিন আজ।