আমাকে জানার মাঝে অজানা হিসেব
বালিতে চোখের জল চকচকে লাগে...

হাসিতে হাসিতে চাপা কঠিন হৃদয়
প্রেম যার ঘরে আনে উদিত কিরণ...

কথা যার লোভনিয় চোখে গভীরতা
তারে যে পিপাসিত করে দিনভর একা

কে সেই রমনী কে সেই নারী
যাকে তুমি খুঁজে পেলে সেই কি আমি?

উত্তরে উত্তরে লিখো তার কথা
তোমার মননে তার কি ছবি আঁকা?

যদি দেখি মিলে গেছি তোমা তে আমি
আমার মননে রইবে তোমার,শুধুই তোমার ছবি....।।