মিলন
_________________

কি কথা বলি আজ বলো না দুজনে
কত যে রজনী কেটেছে গোপনে,
প্রেমের ও শিহরণে বসন্ত এসেছে
দুটি চোখ কত কথা ছবিতে  এঁকেছে,
হৃদয়ের দুয়ারে গানের মাধুরী
তোমাকে বলেছে, আমি যে তোমারই ,
চাঁদের কিরণ  এ ও দুটি নয়নে
আমারই ভালোবাসা ভরেছে কত আশা,
প্রেমের সাগরে স্বপ্ন গভীরতা, অজানা  আবেগে
আকাশে ডানা মেলা, তোমা হতে  আমি আর
দুজনের মিশে যাওয়া.........।


              বিচ্ছেদ
_____________________
তুমি  আসবে বলে নয়ন  আজও পথের পানে চেয়ে
রঙিন রঙিন প্রজাপতি মনের কথা শোনে,
যেদিন প্রথম দুয়ার আমার  আঁধার রাতে ঢাকে
সেদিন আমার চোখের বারি ঝরেছে অঝোরে,
আজ যে পাথর বুকের ভেতর চোখে মরুভূমি
কাটায় ভরা জীবন আমার নেই যে কোনো ছুটি,
যদি আবার ভুল করে  এই পথটা চিনে ফেলো
দেখবে আমি  আছি বসে , বসন্ত বাহারে,
তোমায় লেখা শেষ চিঠিটা বুকের মাঝে ধরে
বরফ চাদর  উড়িয়ে গায়ে দিব্যি আছি জেগে,
কাছে এসে কানে কানে  বলবে প্রেমের কথা
মুখে চোখে শেষ হাসিটা লিখবে গোপন কথা,
তোমার চোখের  এক ফোঁটা জল  সিঁথির সিঁদুর রাঙা; কপাল বেয়ে নাকের ডগায়  আঁকবে ভালোবাসা.......   ।।