সহস্র বছর পরেও
আমি উন্মুক্ত রাখব বাহুডোর,
সংজ্ঞাহীন মুখে থেকে যাবে হাস্যময় আলাপন,
মন মধ্যে উষ্ণ ইচ্ছার স্রোত ,বরফ চাপা শরীরে
কেঁপে উঠবে বারবার ঠোঁট,
কিছু শোনার অপেক্ষায় কর্ণপাত করোনা !
জমে থাকা প্রলোভন শরীরকে খুবলে চাইবে বেঁচে উঠতে, নিশ্বাস এক আঁধারি প্রেম,
ধোঁয়াটে দৃষ্টিতে হারাচ্ছে বর্তমান, স্মৃতির পাঠে
বহন করছে তোমার অস্তিত্ব ,
বাক্যের স্পষ্টতা নাইবা থাকুক , একবার ছুঁয়ে দেখ নিজ হৃদয় গহন,
উত্তর থেকে দক্ষিণ ছুঁয়েছে ভালোবাসা
শীতল মনে উষ্ণ বিকিরণ!
আমি সহস্র বছর রয়ে গেছি ছড়িয়ে উন্মুক্ত বাহুডোর ।।