আসরের সকল কবিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কিছু বক্তব্য রাখতে চাই......
ইদানিং কবিতার মতামত নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের কিছু বিশ্লেষণ আজ তুলে ধরতে চাই, আমি কবিতা নিয়ে খুব যে ভালো বিশ্লষণ করতে পারি তা নয়, তবে আমার সীমিত জ্ঞান নিয়ে যেটুকু বুঝি সেটাই মাঝে মাঝে সবার কাছে তুলে ধরতে ইচ্ছা করে,
একটা কবিতা যখন সৃষ্টি হয় কবির কলমের ছোঁয়ায়
তখন সেই কবিতার মধ্যে কবির মন ভাব প্রকাশ পায়, সে অনুভব দুঃখ, সুখ, ভালোবাসা, প্রতিবাদ
উপলব্ধি সমসাময়িক যা কিছু হতে পারে, কবির দৃষ্টির গভীরতার ওপর, তার নিজস্ব সত্তার প্রকাশ ভঙ্গিতে, মনের সবটুকু উজাড় করে তার সৃষ্টি,
এতো গেলো কবির কথা, এবার আসি পাঠকের কথায়, আমরা যখন কোনো সুন্দর জিনিষ দেখি,
তখন মুখের থেকে উচ্চারিত হয় বা! কি সুন্দর
প্রথম দেখায় যে ভালোলাগা তৈরী হয় তার থেকে বেড়িয়ে আসে শব্দ, তার কিন্তু কোনো বিশ্লেষণ আমরা করিনা, আমাদের মনের অনুভবকে প্রকাশ করি শুধুমাত্র, এভাবে যখন ভালোলাগা ভালোবাসায় পরিণত হয় তখন মনের গভীরে বিশ্লষণ করা হয় বা কেউ জিজ্ঞেস করলে আমরা তার বিশ্লষণ করি,
একজন পাঠক তার নিজস্ব দৃষ্টিতে কবিতার বিশ্লেষণ করে, তার প্রকাশ করে, সে প্রকাশ কবির ধারণার সাথে মিলতেও পারে আবার নাও পারে,
এতে কারোর কোনো দোষ নেই, কারণ হাতের পাঁচটা আঙুল সমান নয়, আমার বক্তব্য এই যে স্বল্প কথার মতামত মানেই দায়সারা কাজ নয়,
তার প্রথম প্রকাশ, তার অনুভবের ছোঁয়া.....
কবিতার ভুলসংসোধন অবশ্যই প্রয়োজন, সেইজন্য আলোচনা অবশ্যই প্রয়োজন কিন্তু একজন কবি যদি ভুল ধরিয়ে দেয়, অপর জনের আলাদা করে ভুল ধরানোর প্রয়োজন নেই, কবিতার মান বাড়াতে সকল কবির সকলকে সাহায্যের প্রয়োজন, কিন্তু মতামতে কেনো, আলোচনা বিভাগে তো বিশ্লেষণ হয়, শুধুমাত্র ভালো কবিতার বিশ্লেষণ না করে সব কবিতার বিশ্লেষণ মানে যেগুলো দূর্বল ভাষাগত দিক দিয়ে সেগুলোর ওপর বিশ্লেষণ করা হোক....
এতে নবীন এবং পুরাতন কবি উভয়ের উপকার হবে
আমরা যতই নিজেদের কবি বলি না কেনো
এখনো আমরা পূর্ণাঙ্গ কবিতার জন্ম দিতে পারিনি,
কোনো কবিই পূর্ণতা পায়নি, তাদের মনের ভিতর আক্ষেপ থেকেই গেছে, এর কারণ স্বরূপ বলতে পারি আমাদের চাহিদা, আমাদের ভালোলাগা মনের তৃপ্ততা এ গুলি যত পাই তত আমরা আরো বেশী চাই, আর এটাই মানুষের ধর্ম.....
সবাইকে একটাই অনুরোধ মতামত নিয়ে মনে কষ্ট পাবেননা, সে মনের মত হোক বা না হোক, কবিতা লিখে যান, নিজের সবটুকু দিয়ে, আপনার দৃষ্টিতে আপনার কবিতা হোক শ্রেষ্ঠ, তবেই তা এনে দেবে তৃপ্তি কারণ একমাত্র আপনারায় বুঝবেন নিজেদের মন কি চেয়েছে লিখতে, আপনার মনের বিশ্লেষণ সবাই জানবে কি করে.....
অনেক কথা বলে ফেললাম দোষ হলে ক্ষমা চাইছি,
শুধু একটু ভেবে দেখবেন......
সবাইকে আমার শ্রদ্ধা এবং অন্তরের ভালোবাসা জানাই, কবিতায় থাকুন কবিতাকে ভালোবেসে বাঁচুন....।।