ব্যাস্ত সময় ডেকে আনে অলসতা ,
থেমে যাওয়া কল্পনা গুলো মরচে ধরছে,
তুমি আমি প্রেম সবাই যেন অচেনা প্রহসন!
শেষ রাত শরীরের ভাষা বোঝে;
স্বপ্ন বোঝেনা ।
বনেদি বাড়ির এক কোণে বসে আছে বকুল গাছ
মাঝে মাঝে গন্ধ পাই, ছুঁয়ে দেখা বোধহয় ফিরে দেখার মতোই স্মৃতি;
তোমাকে দেখার ইচ্ছায় পেরিয়ে গেছি যৌবনের সব বসন্ত; ক্লান্ত মন আজ দৃষ্টিহীন
ভালোবাসার রঙ দিয়ে এঁকে চলেছে শেষ ছবিটা,
জীবন! কোনোদিন দেখা হলে
এক আকাশ রঙ দিও ভরে......
গোধূলির শেষ রঙে সমাপ্তি হোক অপেক্ষার
আমি তখন লাস কাটা ঘরে,
ছুঁয়ে দেখছি শীতল ভালোবাসা ।।